আগস্ট ৫, ২০২৫, ১২:৪০ পিএম
গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে শুরু হয়েছে 'জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা'। মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এই দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শিল্পকলা একাডেমি।
গত বছর জুলাই মাসে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনে তৎকালীন সরকারের পতন হয়। ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে এই আন্দোলন চূড়ান্ত বিজয় লাভ করে। সেই ঐতিহাসিক মুহূর্তের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই দিনটিকে অনেকে '৩৬ জুলাই' হিসেবেও উদযাপন করছেন।
সারাদিনের এই আয়োজনে নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা ও গুরুত্বপূর্ণ কর্মসূচি রাখা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে ইসলামী শিল্পীগোষ্ঠী সাইমুম ও কলরব তাদের পরিবেশনা নিয়ে মঞ্চে আসে। এরপর বক্তব্য দেন নাহিদ ইসলাম। দুপুরে নামাজের বিরতির পর চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শূন্য ব্যান্ড পারফর্ম করে। দুপুর ২টা ২৫ মিনিটে উদযাপিত হয় ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’।
বিকাল ৪টা ৪৫ মিনিটে অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন বলে সূচিতে জানানো হয়েছে।
এছাড়াও সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশেষ ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি’ এবং একটি ড্রোন শো পরিবেশিত হবে। জনপ্রিয় ব্যান্ড আর্টসেলসহ বেসিক গিটার লারনিং স্কুল, এফ মাইনর, পারশা, এলিটা করিম, সায়ান, সোলস ও ওয়ারফেজের মতো ব্যান্ড ও শিল্পীরা এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।