আগস্ট ৩, ২০২৫, ০৪:৫৯ পিএম
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ করবর্ষ থেকে সারা দেশের সকল ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। আগামীকাল সোমবার (৪ আগস্ট) থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে।
আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে গিয়ে রিটার্ন জমা দিতে পারবেন। কর পরিশোধের জন্য থাকছে ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুবিধা।