জুলাই ৩১, ২০২৫, ০৩:৪৩ পিএম
নির্বাচনে কোনো বিলম্ব হবে না এবং প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়েই হবে বলে মন্তব্য করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই, ২০২৫) রাজধানীর সচিবালয়ে এ কথা বলেন তিনি।
মি. আলম বলেন, "প্রোক্লেমেশন ও চার্টার নিয়ে কাজ হচ্ছে। আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি। জুলাই চার্টারটাকে ফাইনালাইজ করার জন্য আজকে খুবই সিরিয়াস মিটিং হচ্ছে। আগামী পাঁচ-ছয়টা দিনে আমরা বুঝব সামনে কোথায় যাচ্ছি। একটা বিষয় নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না।"
তিনি আরও জানান, মুহাম্মদ ইউনূস নির্বাচন যে সময়ে হওয়ার কথা বলেছেন তার থেকে একদিনও দেরি হবে না। মি. আলম বলেন, "উনি প্রথমে বলেছিলেন ইলেকশন এপ্রিলের ১৫ দিনের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজ এগিয়ে যায় তবে এটা ফেব্রুয়ারিতে হবে। আমরা সেই জায়গায় এখনো আছি। এটার একটা দিন দেরি হবে না। চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, ইলেকশন তার সময়মতো হয়ে যাবে।"