সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা, সই হতে পারে ৫ সমঝোতা স্মারক

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ০৬:১৫ পিএম

মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা, সই হতে পারে ৫ সমঝোতা স্মারক

ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী সোমবার (১১ আগস্ট) দেশটিতে সফরে যাচ্ছেন। এটি হবে তার প্রথম দ্বিপাক্ষিক মালয়েশিয়া সফর। এই সফরটি দু'দেশের সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রেরণের জটিলতা, বাণিজ্য, এবং আঞ্চলিক সহযোগিতার মতো বিষয়গুলো এই সফরে প্রাধান্য পাবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া সফরে যাচ্ছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা এবং পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে।

ঢাকা-কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী মঙ্গলবার (১২ আগস্ট) ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। এই বৈঠকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জটিলতা, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

সফরে যেসব বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো হলো:

  • প্রতিরক্ষা সহযোগিতা

  • জ্বালানি খাত

  • হালাল খাদ্য ব্যবস্থাপনা

  • শিক্ষা ও গবেষণা: বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস)-এর মধ্যে চুক্তি।

  • বাণিজ্য: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমআইসিসিআই)-এর মধ্যে চুক্তি।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। মালয়েশিয়ায় পৌঁছার পর প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হবে। এছাড়া তিনি একটি ব্যবসায়িক সেমিনারে অংশগ্রহণ করবেন, বাংলাদেশ কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন এবং ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।