আগস্ট ২৪, ২০২৫, ১১:৩৬ এএম
ঢাকায় তিন দিনের সরকারি সফরে আসা পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকটি রোববার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় অনুষ্ঠিত হবে।
শনিবার (২৩ আগস্ট) রাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ এই তথ্য জানিয়েছে। এই বৈঠকটি উভয় পক্ষের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে শনিবার বিকালে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী পাকিস্তান হাইকমিশনে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং দুই দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে দ্বিপক্ষীয় উন্নয়ন ও অগ্রগতিতে একসঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।
জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
পাকিস্তানি উপ-প্রধান মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।