আগস্ট ১১, ২০২৫, ০১:১৩ পিএম
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া।
রবিবার (১০ আগস্ট, ২০২৫) বিকেলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি মো. আমিনুল ইসলাম রতন, এবং সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস সভাটি সঞ্চালনা করেন। খুলনার কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যদের মধ্যে মোস্তফা ইমরান রাজু, রফিক আহমদ খান, কায়সার হামিদ হান্নান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সওকত হোসেন জনি, আশরাফুল মামুন, মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা সাংবাদিক তুহিনসহ দেশের সব সাংবাদিক হত্যার সঠিক বিচার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। সভার শেষে, সাংবাদিকতার সঙ্গে জড়িত বিভিন্ন ঘটনায় নিহত সব সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।