শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

খাসির রেজালা: পারিবারিক অনুষ্ঠানের সেরা রেসিপি

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৪, ২০২৪, ১২:০০ এএম

খাসির রেজালা: পারিবারিক অনুষ্ঠানের সেরা রেসিপি
উপকরণ: 
  ৫০০ গ্রাম খাসির গোশত
  ২ টি পেঁয়াজ কুচি
 ১ টেবিল চামচ আদা-রসুন বাটা
  ৩ টেবিল চামচ টক দই
 ১ চা চামচ গরম মসলা
 ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  ৪-৫ টি কাঁচা মরিচ
 লবণ স্বাদমতো
 ৪ টেবিল চামচ ঘি

 রান্নার পদ্ধতি: 
১. প্রথমে খাসির গোশত ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২. একটি পাত্রে ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি ভেজে নিন।
৩. পেঁয়াজ সোনালী হয়ে এলে আদা-রসুন বাটা দিয়ে কষান।
৪. খাসির গোশত, টক দই, গরম মসলা, গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে মসলা কষান।
৫. কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে কম আঁচে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা রান্না করুন।
৬. রান্না হয়ে গেলে খাসির রেজালা গরম পরিবেশন করুন।