জুলাই ২৪, ২০২৫, ১০:০৪ পিএম
এক ম্যাচ হাতে রেখেই টি-২০ সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করার লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে টাইগাররা। অধিনায়ক লিটন দাস টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এই 'বাংলাওয়াশ' মিশনে বাংলাদেশ একাদশে এনেছে ৫টি গুরুত্বপূর্ণ পরিবর্তন।
তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটের বড় জয় পেয়েছিল। এরপর দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর ৮ রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় লিটন দাসের নেতৃত্বাধীন দলটি। এটি ছিল পাকিস্তানের বিপক্ষে টি-২০ ফরম্যাটে বাংলাদেশের প্রথম সিরিজ জয়। এই জয়ের মধ্য দিয়ে টাইগাররা নিজেদের আত্মবিশ্বাসকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এখন শেষ ম্যাচে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার হাতছানি বাংলাদেশের সামনে।
আগের দুই ম্যাচের একাদশ থেকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে ওপেনার পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজুর রহমানকে। মূলত খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া এবং বেঞ্চের শক্তি পরীক্ষা করার জন্যই এই পরিবর্তনগুলো আনা হয়েছে।
তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ। অর্থাৎ, বোলিং আক্রমণে নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ও শরিফুল ইসলাম তিনজনই ফিরেছেন, যা টাইগারদের পেস ও স্পিন আক্রমণে নতুন গতি যোগ করবে। নাসুম আহমেদ প্রায় এক বছর পর (২০২৩ সালের জুলাইয়ের পর) আজই প্রথম বাংলাদেশের জার্সিতে টি-২০ খেলছেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ একাদশ ও বোলিং আক্রমণ দারুণ সফল হলেও, এই পরিবর্তনগুলো দলের গভীরতা বাড়াতে সাহায্য করবে।
বাংলাদেশ একাদশ (তৃতীয় টি-২০): মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে। ফখর জামান ও খুশদিল শাহকে বাদ দিয়ে সাহিবজাদা ফারহান ও হুসেইন তালাতকে দলে নিয়েছে তারা।
সিরিজ জয়ের পর এই ম্যাচটি বাংলাদেশের জন্য 'নিয়মরক্ষার' হলেও, পাকিস্তানের বিপক্ষে ধবলধোলাইয়ের গৌরব অর্জনের জন্য টাইগাররা মাঠে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।
আপনার মতামত লিখুন: