জুলাই ২৪, ২০২৫, ০৭:০৯ পিএম
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শোক জানিয়েই নিজেদের কাজ শেষ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বিসিবি এই ঘটনায় আর্থিকভাবেও পাশে দাঁড়াতে চায়। সেই লক্ষ্যেই পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের টিকিটের অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রদান করার ঘোষণা দিয়েছে বিসিবি।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। অবশ্য টিকিটের অর্থ শুধু বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় নয়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের তহবিল গঠনেও যাবে—এই অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে জমা দেওয়া হবে।
এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, "বাংলাদেশে ক্রিকেট শুধু একটি খেলা নয়, আমাদের জাতীয় আত্মারও অংশ। শোক ও স্মৃতিচারণার মুহূর্তে, সম্প্রদায় হিসেবে আমাদের একসঙ্গে দাঁড়ানো উচিত। সম্প্রতি ঘটে যাওয়া এসব মর্মান্তিক ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের আরোগ্য প্রক্রিয়ায় সামান্য হলেও অবদান রাখতে পেরে বিসিবি গর্বিত ও কৃতজ্ঞ। ভুক্তভোগী পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।"
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছেন এবং দেড় শর বেশি আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন: