শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

ব্যাটিং ধসে ধুঁকছে বাংলাদেশ, হোয়াইটওয়াশের শঙ্কায় টাইগাররা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৪, ২০২৫, ০৯:০৩ পিএম

ব্যাটিং ধসে ধুঁকছে বাংলাদেশ, হোয়াইটওয়াশের শঙ্কায় টাইগাররা

ছবি- সংগৃহীত

ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাট তার দ্রুত পরিবর্তনশীলতা এবং শেষ মুহূর্তের রোমাঞ্চের জন্য পরিচিত। তবে বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে যখন কোনো দলের ব্যাটিং লাইন-আপের সম্মিলিত ব্যর্থতা দেখা যায়, তখন ম্যাচ অনেকটাই একপেশে হয়ে যায়। পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ তেমনই এক বিপর্যয়ের মুখে পড়েছে। এই ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ হোয়াইটওয়াশ করার সুযোগ থাকলেও, নিজেদের ব্যাটিং ব্যর্থতায় উল্টো হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে টাইগাররা।

সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে বাংলাদেশ ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে। তাই শেষ ম্যাচ জিততে পারলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার ইতিহাস গড়তে পারতো টাইগাররা। এমন মাইলফলক সামনে রাখার ম্যাচে অবশ্য বাংলাদেশের বোলিং শুরুটা ভালো হয়নি। ৭ উইকেট হারিয়ে পাকিস্তান ১৭৮ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। সেই লক্ষ্য তাড়ায় ব্যাটিং ধসে রীতিমতো দুমড়েমুচড়ে পড়েছে স্বাগতিক দল।


এই প্রতিবেদন লেখা অবধি, বাংলাদেশ মাত্র ৭ উইকেট হারিয়ে ৪৬ রান তুলতে সক্ষম হয়েছে। জয়ের জন্য আরও ৭১ বলে ১৩৩ রান প্রয়োজন, যা এই পরিস্থিতি থেকে অনেকটাই অস্বাভাবিক বলে মনে হচ্ছে।

মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। পাকিস্তানের শুরুটা ছিল ধুন্ধুমার ব্যাটিংয়ে, শেষটাতেও সেই তাণ্ডব অব্যাহত ছিল। মাঝের সময়ে বাংলাদেশের বোলাররা দারুণ বোলিং করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও, শেষ রক্ষা হয়নি। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে পাকিস্তানের হয়ে ওপেনার ফারহান ৪১ বলে ৬৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। আরেক ওপেনার সায়িম আইয়ুবের ব্যাটে আসে ২১ রান। তিনে নামা মোহাম্মদ হারিস অবশ্য ব্যর্থ হন। হাসান নওয়াজ ১৭ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এর ফলে পাকিস্তান শতরান পেরিয়ে দেড়শর দিকে এগোয়।
 

এরপর অধিনায়ক সালমান এবং মোহাম্মদ নওয়াজ মিলে দলের রানকে দুইশর কাছাকাছি নিয়ে আসেন। ১৬ বলে ২টি করে চার ও ছক্কায় ২৭ রান করে ফেরেন নওয়াজ। সালমান ১২ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ তিনটি উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন। ২২ রান দিয়ে দুটি শিকার করেন নাসুম আহমেদ। এছাড়া সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম একটি করে উইকেট তুলে নেন।

উল্লেখ্য, গত মে মাসেও লাহোরে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে বেধড়ক পিটুনি খেয়ে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার দেশের মাটিতে সেই বদলা ফিরিয়ে দেওয়ার সুযোগ ছিল। কিন্তু নিজেদের ব্যাটিং ব্যর্থতায় সেই সুযোগ হাতছাড়া হওয়ার পথে। বাংলাদেশের জয়ের জন্য এখন ৬৩ বলে ১২৭ রান প্রয়োজন, যা এই পরিস্থিতিতে প্রায় অসম্ভব।