সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৪:২৪ পিএম
দেশের প্রবীণ আলেম, মুহাদ্দিস এবং চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আহমদুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং সর্বশেষ ব্রেনস্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়।
মুফতি হাফেজ আহমদুল্লাহ ১৯৪১ সালের ১ মে চট্টগ্রামের পটিয়া থানার নাইখাইন গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র ১০ বছর বয়সে তিনি পবিত্র কোরআন হেফজ করেন। এরপর জিরি মাদ্রাসায় পড়াশোনা করে তিনি দাওরায়ে হাদিস সম্পন্ন করেন, যেখানে তিনি প্রতিটি ক্লাসে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি পাকিস্তানে উচ্চতর শিক্ষা লাভ করেন এবং সেখানে বিশ্বখ্যাত আলেমদের সান্নিধ্য অর্জন করেন।
১৯৬৮ সালে দেশে ফিরে তিনি জিরি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন। সেখানে দীর্ঘ ২৩ বছর অধ্যাপনার পর তিনি ১৯৯১ সালে পটিয়া মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। সেখানে সিনিয়র মুহাদ্দিস ও মুফতি হিসেবে ৩০ বছর দায়িত্ব পালনের পর ২০২২ সালে তিনি শায়খুল হাদিস ও প্রধান মুফতি হিসেবে নিযুক্ত হন।
মরহুমের জানাজার নামাজ আজ রাত ৯টায় পটিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।