রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

নতুন সিরিজ আয়োজনের চেষ্টায় বিসিবি, আছে বিকল্প ভাবনাও

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ১১:২৭ এএম

নতুন সিরিজ আয়োজনের চেষ্টায় বিসিবি, আছে বিকল্প ভাবনাও

ছবি- সংগৃহীত

ক্রিকেট বিশ্বের ব্যস্ত সূচির কারণে প্রায়শই বিভিন্ন দলের মধ্যে পূর্বনির্ধারিত সিরিজ স্থগিত বা পরিবর্তিত হয়। সম্প্রতি, ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত হয়ে ২০২৬ সাল পর্যন্ত পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। টাইগারদের সামনে এখন এশিয়া কাপের আগে একটি লম্বা বিরতি। এই সময়টাকে কাজে লাগাতে এবং ক্রিকেটারদের ম্যাচ অনুশীলনের মধ্যে রাখতে বিসিবি নতুন একটি সিরিজ আয়োজনের চেষ্টা করছে।

আগামী আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত হয়ে যাওয়ায় নতুন একটি সিরিজ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের পরিবর্তিত সূচি অনুযায়ী, তারা ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে। ফলে চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে আর টাইগারদের কোনো খেলা নেই। এই ফাঁকা সময়কে কাজে লাগাতে চাইছে বিসিবি।
 

 

প্রথমে ভারত ও বাংলাদেশের মধ্যে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল। কিন্তু গত মাস দুয়েক আগে থেকেই গুঞ্জন ছিল যে আগস্টে ভারত সফরে আসছে না। চলতি মাসেই বিসিবি আনুষ্ঠানিকভাবে সেই খবর নিশ্চিত করে।

যদিও লম্বা সময়ের জন্য ক্রিকেটারদের একটি স্কিল এবং ফিটনেস ক্যাম্পও করানো যেতে পারে বলে জানা গেছে। এ নিয়ে বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে জানা যায়, বোর্ড মূলত একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের চেষ্টা করছে। শেষ পর্যন্ত তাতে সফল না হলে ক্রিকেটারদের নিয়ে একটি ক্যাম্প অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আগামী মাসের শেষভাগে একটি সিরিজ আয়োজনের ব্যাপারে বিসিবি আয়ারল্যান্ড দলের সঙ্গে কথা বলছে। তবে এ সময়ে অন্যান্য প্রায় সব দলেরই রয়েছে ব্যস্ত সূচি।

এদিকে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ছুটিতে থাকা টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স ১৫ আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে।

তবে সিরিজ আয়োজনের ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। সবকিছুই এখনও আলোচনার টেবিলে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে লিটন দাসের দল। দুটি সিরিজ শেষে ক্রিকেটাররা এখন নিজ নিজ পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। দেশে কিংবা বিদেশে অবস্থান করছেন তারা। কোচিং স্টাফরাও রয়েছেন ছুটির আমেজে।

যদি নতুন সিরিজ আয়োজন করা সম্ভব না হয়, তাহলে এশিয়া কাপের আগে সেভাবে ক্রিকেটীয় ব্যস্ততা থাকবে না শান্ত-তাসকিনদের। এখনও মহাদেশীয় এই প্রতিযোগিতার সূচি ঘোষণা করেনি এসিসি। তবে গণমাধ্যমে ছড়িয়ে পড়া সূচি অনুযায়ী— এশিয়া কাপ শুরু হওয়ার কথা ৫ সেপ্টেম্বর এবং ফাইনাল ২১ সেপ্টেম্বর। ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা ৭ সেপ্টেম্বর। যদিও কোনো কিছুই এখনও চূড়ান্ত নয়।