সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

পরিসংখ্যানের পাতায় বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি লড়াই

স্পোর্টস ডেস্ক

জুলাই ২০, ২০২৫, ০৩:০৯ পিএম

পরিসংখ্যানের পাতায় বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি লড়াই

সংগৃহীত

মে-জুন মাসে পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলে ধবলধোলাই হওয়ার পর এবার ঘরের মাঠে পাকিস্তানকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ। আজ (রোববার) থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই, সবগুলো ম্যাচই সন্ধ্যা ৬টায় শুরু হবে।

পরিসংখ্যান বলছে, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবশেষ জয় ২০২৩ সালের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। যদিও সেই আসরে উভয় দলই তাদের দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল। পূর্ণাঙ্গ জাতীয় দলের হিসাবে বাংলাদেশ শেষবার পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারিয়েছে ২০১৬ সালে। এর পর থেকে দীর্ঘ ৯ বছর ধরে সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানের বিপক্ষে জয়হীন রয়েছে টাইগাররা।

এখন পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান মোট ২২ বার টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জয় লাভ করেছে মাত্র ৩টি ম্যাচে, আর বাকি ১৯টি জয় পেয়েছে পাকিস্তান। দুই দলের মধ্যে ৬টি টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়েছে, যার মধ্যে ৫টিতেই বিজয়ী হয়েছে পাকিস্তান। বাংলাদেশ একমাত্র ২০১৫ সালে অনুষ্ঠিত এক ম্যাচের সিরিজে জয় পেয়েছিল।

দলীয় সর্বোচ্চ রানের দিক থেকে টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২০৩ রান, যা তারা চারবার দুইশ পেরিয়ে করেছে। অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ১৯৭ রান, যদিও সেই ম্যাচেও লাল-সবুজের প্রতিনিধিরা হেরেছিল।

ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে নজর দিলে, টি-টোয়েন্টিতে দুই দলের লড়াইয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ১১ ম্যাচে ৩৬০ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের সাবেক দলনেতা মোহাম্মদ হাফিজ, যিনি ১০ ম্যাচে ২৭৭ রান করেছেন। যেসব ব্যাটার কমপক্ষে ২০০ রান করেছেন, তাদের মধ্যে পাকিস্তানের মোহাম্মদ হারিসের স্ট্রাইক রেট (১৯৬.২৬) এবং গড় (৭০) সর্বোচ্চ।

বোলিংয়ে, টি-টোয়েন্টিতে দুই দলের লড়াইয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক পাকিস্তানের লেগস্পিন অলরাউন্ডার শাদাব খান, যিনি ১০ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন। বাংলাদেশের তাসকিন আহমেদ ৯ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন।

আসন্ন সিরিজের তিনটি ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জন্য এটি কিছুটা স্বস্তির কারণ, এই ভেন্যুতেই তারা পাকিস্তানকে দু'বার টি-টোয়েন্টিতে হারিয়েছে—প্রথমবার ২০১৫ সালে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ এবং দ্বিতীয়বার ২০১৬ সালের এশিয়া কাপের একটি ম্যাচে। তবে মিরপুরে অনুষ্ঠিত আরও ৫টি ম্যাচে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে।