শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সাকিবের রেকর্ড কেড়ে নেওয়ার অপেক্ষায় লিটন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১২:০৩ পিএম

সাকিবের রেকর্ড কেড়ে নেওয়ার অপেক্ষায় লিটন

ছবি - সংগৃহীত

আজ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে বাংলাদেশ। এই ম্যাচে দলের পারফরম্যান্সের পাশাপাশি বাড়তি নজর থাকবে ওপেনার লিটন দাসের দিকে। দারুণ ছন্দে থাকা এই ব্যাটসম্যান আজ সাকিব আল হাসানের টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার অপেক্ষায় আছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের পারফর্ম্যান্স বরাবরই তার ক্যারিয়ারের মতোই। তবে এই দলের বিপক্ষেই তিনি তার হারানো ছন্দ ফিরে পেয়েছিলেন, যা তার জন্য একটি অনুপ্রেরণা হতে পারে। পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পেয়ে যখন তার দল জয় পাচ্ছিল না এবং তার ব্যাটও তেমন হাসছিল না, তখন শ্রীলঙ্কার মাটিতেই তিনি ৫০ বলে ৭৬ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। সেই ইনিংসের পর থেকেই তিনি তার ফর্মে ফিরেছেন।

সাম্প্রতিক সময়ে লিটনের ফর্ম অসাধারণ। ২০২৫ সালে তিনি এখন পর্যন্ত ৪৭৬ রান করেছেন, যা টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। তার স্ট্রাইক রেটও ১৩৬.১৭, যা বেশ আকর্ষণীয়। শেষ চার ইনিংসে তিনি একবারও পঞ্চাশ রানের নিচে আউট হননি। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আজই তিনি একটি বড় মাইলফলক স্পর্শ করতে পারেন।

বর্তমানে টি-টোয়েন্টিতে লিটনের মোট রান ২৪৯৬। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান এখন পর্যন্ত সাকিব আল হাসানের, যার সংগ্রহ ২৫৫১ রান। এই রেকর্ড ভাঙতে লিটনের দরকার মাত্র ৫৬ রান। বর্তমান ফর্ম বিবেচনায় আজ শ্রীলঙ্কার বিপক্ষে এই রেকর্ড ভাঙার সম্ভাবনা তার জন্য খুব বেশি।

শেষ কিছু দিনে তিনি বাংলাদেশের টি-টোয়েন্টি ব্যাটিংয়ের মেরুদণ্ড হয়ে উঠেছেন। তিনি রান করলে যেন দলও হাসে। আজকের ম্যাচে লিটন রেকর্ড ভাঙুক বা না ভাঙুক, দল এবং সমর্থকরা তার কাছে বড় একটি ইনিংসের প্রত্যাশা নিয়ে বসে আছে।