মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

আগামী ২৪ ঘণ্টায় যেমন থাকবে আবহাওয়া

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১০, ২০২৫, ১২:৪৫ পিএম

আগামী ২৪ ঘণ্টায় যেমন থাকবে আবহাওয়া

ছবি- সংগৃহীত

দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের প্রবল শঙ্কা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও সংস্থাটি জানিয়েছে।

রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অনুরূপ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা বিশ্লেষণ করে অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে বাংলাদেশে মৌসুমি বায়ুর সক্রিয়তা তুলনামূলক কম থাকলেও, উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থা মাঝারি। পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে যে, আগামী ১৩ই আগস্টের মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই আবহাওয়ার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগসমূহের জনসাধারণকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার জন্য অনুরোধ করা হয়েছে।