সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সারা দেশে বজ্রসহ বৃষ্টি, তিন বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১১, ২০২৫, ১১:৪৭ এএম

সারা দেশে বজ্রসহ বৃষ্টি, তিন বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস

ছবি-দিনাজপুর টিভি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে:

  • রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়।

  • রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়।

  • ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়।

উপরোক্ত অঞ্চলগুলোতে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে যে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ১৩ আগস্টের মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।