আগস্ট ৪, ২০২৫, ১০:১৫ এএম
রাজধানীবাসীকে স্বস্তি দিয়ে গত ২৪ ঘণ্টায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) ভোররাত থেকেই কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সিক্ত হয়েছে ঢাকা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
গত কয়েকদিন ধরে ঢাকার আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকালে আরও জোরালো হয়। আবহাওয়াবিদদের মতে, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিকে ভারী বৃষ্টিপাত হিসেবে ধরা হয়, যা গত ২৪ ঘণ্টায় ঢাকায় রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিতে শহরের কিছু অংশে সাময়িক জলজট তৈরি হলেও সামগ্রিকভাবে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। একইসঙ্গে, বৃষ্টির কারণে ঢাকার বায়ুদূষণের মাত্রাও অনেক কমে এসেছে। সোমবার সকালে দূষিত শহরের তালিকায় ঢাকা অনেক নিচে নেমে আসে।
আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আবহাওয়াবিদদের মতে, যেহেতু রাতে ভারী বৃষ্টি হয়ে গেছে, তাই দিনের বেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কম হতে পারে এবং থেমে থেমে বৃষ্টি হতে পারে।
বৃষ্টির কারণে ঢাকার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এই পরিবর্তন গরমের অস্বস্তি থেকে নগরবাসীকে কিছুটা মুক্তি দেবে। একইসাথে, বায়ু মানের দিক থেকেও ঢাকার অবস্থান ভালো হয়েছে। বৃষ্টি বাতাসের দূষণকারী কণাগুলোকে ধুয়ে ফেলায় বায়ুমান সূচকে (AQI) ঢাকার স্কোর উল্লেখযোগ্যভাবে কমেছে।