সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

চলতি মাসে বন্যার শঙ্কা, জানা গেল সম্ভাব্য সময়

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩, ২০২৫, ০৪:৩৭ পিএম

চলতি মাসে বন্যার শঙ্কা, জানা গেল সম্ভাব্য সময়

সংগৃহীত ( প্রতীকি ছবি )

চলতি মাসে বর্ষা মৌসুমের প্রথম বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি উল্লেখ করেছেন, আগস্টের ৬ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে এই বন্যা শুরু হতে পারে।

আজ রবিবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বন্যার শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

ফেসবুকে তিনি জানান, "আগস্ট মাসের ৬ তারিখের পর থেকে ২৫ তারিখের মধ্যে ২০২৫ সালের বর্ষা মৌসুমের প্রথম বন্যা শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।" একই সঙ্গে পদ্মা ও যমুনা নদীর উপকূলবর্তী জেলাগুলোতে বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টিপাতের পূর্বাভাস

এদিকে, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ঝরতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট এই চার বিভাগে অতিভারি বর্ষণের আশঙ্কা করছে সংস্থাটি। সেই সঙ্গে তাপমাত্রার কোনো পরিবর্তন নেই বলেও জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এই বন্যা পূর্বাভাস এবং আবহাওয়া অধিদপ্তরের অতিভারি বর্ষণের সতর্কবার্তা নদীতীরবর্তী এলাকার মানুষদের জন্য সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা তুলে ধরছে।