মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

গাজীপুরে ওপেন হাউজ ডে: পুলিশকে জনতার ক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ০৯:৩১ এএম

গাজীপুরে ওপেন হাউজ ডে: পুলিশকে জনতার ক্ষোভ

ছবি- সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত 'ওপেন হাউজ ডে'-তে স্থানীয় জনগণ তাদের এলাকার বিভিন্ন সমস্যা এবং পুলিশের কার্যকারিতা নিয়ে নানা অভিযোগ তুলে ধরেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) কোনাবাড়ী নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত এই সভায় এলাকাবাসী যানজট, মাদক, চুরি-ছিনতাই, ও কিশোর গ্যাং-এর মতো অপরাধের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপের দাবি জানান।

স্থানীয় জনগণের অভিযোগের মধ্যে অন্যতম ছিল যানজট। তারা জানান, ৫ আগস্টের পর থেকে সড়কে অটোরিকশার কোনো নিয়ন্ত্রণ নেই। অটোরিকশাগুলো ইচ্ছামতো উল্টো পথে চলাচল করে, যা জনদুর্ভোগ সৃষ্টি করছে। এছাড়া ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট বসানোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।


জাতীয় গার্মেন্টস শ্রমিকজোট বাংলাদেশের কোনাবাড়ী শাখার সভাপতি মো. আশরাফুজ্জামান বলেন, "কয়েকদিনের মধ্যে এই এলাকায় কয়েকটি হত্যার ঘটনা ঘটেছে। চুরি ও ছিনতাই প্রতিদিনই হচ্ছে। আইনশৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। আমরা শ্রমিকদের নিরাপত্তা চাই।"

মাদক, জুয়া এবং কিশোর গ্যাং-এর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা পারিবারিক সহিংসতা ও সংঘর্ষের মতো সমস্যাগুলোও তুলে ধরেন।

 কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান জনগণের কথা শোনেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন। উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান বলেন, “সমাজ থেকে অপরাধ দূর করতে হলে সবাইকে একত্রে কাজ করতে হবে। পুলিশ ও জনগণের মাঝে আস্থা ও পারস্পরিক যোগাযোগ গড়ে তোলার এই প্রয়াস অব্যাহত থাকবে।”