মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে হামলার সমন্বয়কারী ছাত্রলীগ নেতা ইমন গ্রেফতার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৫, ১১:০৪ পিএম

গোপালগঞ্জে হামলার সমন্বয়কারী ছাত্রলীগ নেতা ইমন গ্রেফতার

ছবি- সংগৃহীত

গোপালগঞ্জে ন্যাশনালিস্ট কনসোর্টিয়াম পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অন্যতম সমন্বয়কারী মাশরিকুল ইসলাম ইমনকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৪ আগস্ট) র‌্যাব-৪ এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

গত ৫ আগস্টের পর থেকে দেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এই সময়ে বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে, যা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এই ঘটনার মূল সমন্বয়কারী হিসেবে মাশরিকুল ইসলাম ইমনের নাম উঠে আসে।


র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি জানান, গ্রেফতারকৃত ইমন নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের উপ-আইন বিষয়ক সম্পাদক এবং গণবিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে আরও বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন চাঞ্চল্যকর সুমন হত্যাসহ একাধিক হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে তার নাম।

 ইমনের পাশাপাশি র‌্যাব অন্য একটি অভিযানে মানিকগঞ্জ থেকে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। তারা হলেন সমীর মৌলিক (৩৫) এবং মো. মাহমুদুল হাসান মুন্নু দেওয়ান (৪৫)। তাদের গ্রেফতারের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে এটিও রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সম্পর্কিত।