মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

চুরির অর্ধকোটি টাকার স্বর্ণালঙ্কারসহ ৩ জনকে গ্রেফতার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ১০:৩০ পিএম

চুরির অর্ধকোটি টাকার স্বর্ণালঙ্কারসহ ৩ জনকে গ্রেফতার

ছবি- সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজারের নিউ মন্ডল জুয়েলার্সে গত ৪ আগস্ট রাতে একটি চুরির ঘটনা ঘটে, যেখানে সিন্দুক কেটে প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে এবং অবশেষে চুরির সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একইসঙ্গে চুরি হওয়া স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজারে একটি জুয়েলার্স থেকে চুরি হওয়া প্রায় অর্ধকোটি টাকা মূল্যের স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এমাদুল খান (৪০) সহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন স্বর্ণ ব্যবসায়ী সজল বসু (৪২) এবং লোহা ব্যবসায়ী শুভ্র বসু (২৪)

গত ৪ আগস্ট রাতে চিতলমারী বাজারের নিউ মন্ডল জুয়েলার্সের সিন্দুক কেটে প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে দুর্বৃত্তরা। এই ঘটনায় দোকানের মালিক তাপস মন্ডল শুক্রবার (৮ আগস্ট) থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ তাপসের প্রতিবেশী এবং বাজারের ইজারাদার এমাদুল খানকে গ্রেফতার করে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, এমাদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এমাদুল খানের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সজল বসু ও শুভ্র বসুকেও গ্রেফতার করা হয়েছে। চুরির কাজে ব্যবহৃত গ্রাইন্ডার মেশিনও উদ্ধার করেছে পুলিশ।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত ৩ জনকে মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

 চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে পুলিশের এই দ্রুত পদক্ষেপকে ধন্যবাদ জানানো হয়েছে। কমিটির আহ্বায়ক সোয়েব হোসেন গাজী বলেন, যেহেতু চুরির মূলহোতা একজন স্থানীয় দোকানদার, তাই সাধারণ সভা ডেকে তাকে যেন আর বাজারে ব্যবসা করতে না দেওয়া হয়, সেই ব্যবস্থা নেওয়া হবে।