আগস্ট ৭, ২০২৫, ০৮:১৬ পিএম
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গত ২৬ জুলাই ডুবে যাওয়া এফবি সাগরকন্যা ট্রলার এবং নিখোঁজ জেলে ইদ্রিসের (৫০) লাশ ভেসে এসেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কুয়াকাটা সৈকতের ডিসি পার্কসংলগ্ন সাগরে স্থানীয়রা ট্রলার ও লাশটি ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
মৃত জেলে ইদ্রিস কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের বাসিন্দা। তার ভাতিজা সাগর লাশটি শনাক্ত করেন। সাগর নিজেও এই ট্রলারে ছিলেন এবং বেঁচে ফিরেছেন। তিনি জানান, ২৬ জুলাই ট্রলারডুবির সময় ইদ্রিসের পরনে লাল গেঞ্জি ও কালো প্যান্ট ছিল।
গত ২৫ জুলাই মহিপুর থেকে ১৫ জন জেলেকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল এফবি সাগরকন্যা ট্রলারটি। পরদিন সকালে বঙ্গোপসাগরের শেষ বয়া থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে এটি প্রবল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার পর ১০ জন জেলে চারদিন সাগরে ভেসে থাকার পর জীবিত উদ্ধার হলেও ৫ জন নিখোঁজ হন।
এর আগে, গত ১ আগস্ট নিখোঁজ ৫ জনের মধ্যে নজরুল ইসলাম নামের আরেক জেলের লাশ কুয়াকাটার মীরা বাড়িসংলগ্ন বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে ট্রলারটির নিখোঁজ ৫ জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার হলো।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রলারসহ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।