রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

বারহাট্টায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ০৬:২৫ পিএম

বারহাট্টায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

ছবি- সংগৃহীত

শিশুদের প্রতি যৌন নির্যাতন একটি জঘন্য অপরাধ, যা সমাজে গভীর ক্ষতের সৃষ্টি করে। যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন এটি শুধু ভিকটিমকেই নয়, বরং পুরো সমাজকে নাড়িয়ে দেয়। নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এক পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরের আটকের ঘটনা আবারও শিশুদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। এই ধরনের ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং কঠোর আইন প্রয়োগ জরুরি।

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৬) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নেত্রকোনা সড়কের ফায়ার সার্ভিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে এই ঘটনা ঘটে এবং রাতেই ভিকটিমের বাবা থানায় মামলা দায়ের করেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে প্রতিবেশী ওই কিশোর বিস্কুটের লোভ দেখিয়ে এবং খেলার কথা বলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। এ সময় ঘরে কেউ ছিল না। শিশুটি কান্নাকাটি করে রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে তার মা ও পরিবারের লোকজনকে বিষয়টি জানায়।

পরিবারের লোকজন তাকে দ্রুত বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাজহারুল আমিন বলেন, "শিশুটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে।"

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই রাতেই থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে। বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, "গ্রেফতার হওয়া কিশোরকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।"