মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ভিডিও ধারণ করায় খুন সাংবাদিক তুহিন, বেরিয়ে এলো আসল কারণ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ১১:৫৬ এএম

ভিডিও ধারণ করায় খুন সাংবাদিক তুহিন, বেরিয়ে এলো আসল কারণ

ছবি- সংগৃহীত

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করার ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায় যে, চাঁদাবাজির লাইভ করার কারণে তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশের তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য। জানা গেছে, একটি নারীঘটিত বিবাদের ভিডিও ধারণ করার কারণেই তিনি দুর্বৃত্তদের রোষানলে পড়েন এবং নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে আসল কারণ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তদন্তে জানা গেছে, চাঁদাবাজি নয়, বরং একটি নারীঘটিত ঘটনার ভিডিও ধারণ করার কারণেই তিনি দুর্বৃত্তদের হাতে খুন হন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা মোড় এলাকার ঈদগাহ মার্কেটে এই নৃশংস ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, বাদশা মিয়া নামের এক ব্যক্তি একজন নারীর (গোলাপী) সঙ্গে বিবাদে জড়ান। এসময় কয়েকজন দুর্বৃত্ত ওই নারীর পক্ষ নিয়ে বাদশা মিয়াকে আক্রমণ করে। ঘটনার সময় সাংবাদিক তুহিন তার মোবাইল ফোনে এই দৃশ্য ভিডিও করছিলেন। দুর্বৃত্তরা এটি দেখে তাকে ভিডিও মুছে ফেলতে বলে। তুহিন রাজি না হওয়ায় তারা তাকে ধাওয়া করে এবং শেষ পর্যন্ত ঈদগাহ মার্কেটের একটি দোকানের সামনে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

জিএমপির উপ-কমিশনার রবিউল ইসলাম বলেন, "এটি কোনো চাঁদাবাজির ঘটনা নয়, বরং নারীঘটিত একটি বিবাদের ভিডিও ধারণ করার কারণেই তুহিনকে খুন করা হয়েছে। গোলাপী নামের ওই নারী একজন কলগার্ল।"

নিহত তুহিনের বড় ভাই সেলিম এবং স্থানীয়রা জানান, তুহিন তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে চান্দনা গ্রামের শহীদ রওশন সড়ক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবেও কাজ করতেন।

এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় সাংবাদিক মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় প্রতিবাদে শুক্রবার সকালে সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।