সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

মাদকসহ গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর মামুন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ১০:৪০ এএম

মাদকসহ গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর মামুন

ছবি- সংগৃহীত

মাদকবিরোধী অভিযানে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও অনেক সময় প্রভাবশালী ব্যক্তিরা আইনের আওতার বাইরে থেকে যায়। তবে সম্প্রতি, রাজশাহীতে একটি ঘটনা সেই ধারণাকে ভেঙে দিয়েছে। আওয়ামী লীগ সমর্থিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং ৮টি মামলার পলাতক আসামি রেজা উন-নবী আল মামুন-কে মাদকসহ গ্রেফতার করেছে র‍্যাব। তার গ্রেফতার জনমনে স্বস্তি এনেছে এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)-এর সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং ৮টি মামলার পলাতক আসামি রেজা উন-নবী আল মামুন-কে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (৮ আগস্ট) রাতে রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 র‍্যাব জানিয়েছে, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে রেজা উন-নবী আল মামুন তালাইমারী মোড়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি আইল্যান্ডের ওপর উঠে গেলে ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে। খবর পেয়ে র‍্যাবের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আল মামুনকে নিজেদের হেফাজতে নেয়।

এ সময় তার ব্যাগ থেকে ৬ পিস ইয়াবা, ১ পুরিয়া গাঁজা এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেছেন।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, আল মামুন রাজশাহী সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কমিশনার ছিলেন এবং তার বিরুদ্ধে এর আগেও মাদক সেবনের অভিযোগ ছিল। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ৮টি মামলা চলমান রয়েছে।

গ্রেফতারের পর আল মামুনের বিরুদ্ধে মতিহার থানায় মাদক আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।