আগস্ট ৭, ২০২৫, ১০:৪৪ পিএম
গাজীপুরে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে লাইভ করার মাত্র কয়েক ঘণ্টা পর আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিককে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তায় ব্যস্ততম মসজিদ মার্কেটের সামনে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।
নিহত আসাদুজ্জামান তুহিন 'দৈনিক প্রতিদিনের কাগজ' পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে এবং পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, তুহিন বৃহস্পতিবার বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকার ফুটপাতের অবৈধ দোকানপাটে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে লাইভ করেন। এরপর রাত ৮টার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে তাকে হত্যা করে।
ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, "খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কারা বা কী কারণে এই খুনের ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা চলছে। খুনিদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।"
এই ঘটনায় সাংবাদিক সমাজ এবং সুশীল সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।