মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সাংবাদিক হত্যা: বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করলেন সাংবাদিক নেতারা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ০৬:৪০ পিএম

সাংবাদিক হত্যা: বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করলেন সাংবাদিক নেতারা

ছবি- সংগৃহীত

বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হত্যার ঘটনা প্রায়শই ঘটে থাকে, এবং এসব ঘটনার বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার সংস্কৃতি নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। সম্প্রতি, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা আবারও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এই প্রেক্ষাপটে রংপুরের সাংবাদিক সমাজ একটি মানববন্ধন ও সমাবেশ করেছে, যেখানে তারা সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন এবং সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করেছে।

রংপুরের সাংবাদিক নেতারা বলেছেন, অতীতে গড়ে ওঠা ‘বিচারহীনতার সংস্কৃতি’ই দেশে সাংবাদিক হত্যা, খুন ও নির্যাতনের অন্যতম প্রধান কারণ। শনিবার (৯ আগস্ট) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে তারা এই অভিযোগ করেন। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি এবং সাংবাদিক সুরক্ষা আইনের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তারা বলেন, গত দেড় মাসে দুই সাংবাদিক হত্যাসহ ছয় মাসে সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও নিপীড়নের ১৯৬টি ঘটনা ঘটেছে। তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল বলেন, "ফ্যাসিস্ট হাসিনার গত ১৬ বছরের শাসনামলে ৩০ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানেও ৬ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। কিন্তু এখনো কোনো সাংবাদিক হত্যার বিচার হয়নি।" বক্তারা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ১১৯ বার পেছানোর বিষয়টিও উল্লেখ করেন।

সাংবাদিক নেতারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিক হত্যা, খুন, গুম, হামলা-মামলা, নির্যাতন ও হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, "গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দায় সরকার এড়াতে পারে না। তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।" তারা গণমাধ্যম সংস্কার কমিশন এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিও জানান।

মানববন্ধনে রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।