মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

১৫ ঘণ্টা পর হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১, ২০২৫, ১১:৩৯ এএম

১৫ ঘণ্টা পর হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

ছবি- সংগৃহীত

বিদ্যুৎ উপকেন্দ্রে ট্রান্সফরমার বিস্ফোরণের মতো দুর্ঘটনাগুলো প্রায়শই বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ঘটিয়ে থাকে, যা জনজীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে ঘটে যাওয়া দুর্ঘটনাটিও তেমনই একটি ঘটনা। দীর্ঘ ১৫ ঘণ্টা বিদ্যুৎহীন থাকার ফলে পুরো জেলায় এক প্রকার স্থবিরতা নেমে আসে। বিদ্যুৎ বিভাগের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে, যা স্বস্তির খবর।

হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় ১৫ ঘণ্টা পর পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দের পর উপকেন্দ্র থেকে ধোঁয়া উঠতে দেখা যায়, পরে আগুন ছড়িয়ে পড়ে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ট্রান্সফরমারের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ট্রান্সফরমারে বিস্ফোরণের ত্রুটিকে কারণ হিসেবে ধারণা করা হয়েছে। ফলে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

হবিগঞ্জ শাহজি বাজার সাবস্টেশনের প্রকৌশলী আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ একটি ট্রান্সফরমার বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়। ফলে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ পিডিবির সহকারী প্রকৌশলী তাবশির বিন বাশার জানান, বৈরী আবহাওয়ার জন্য মেরামতের কাজ বিলম্ব হয়েছে। প্রায় ১৫ ঘণ্টা পরে সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পেরেছি।