সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

এক সপ্তাহে কুমিল্লা নগরীতে ২০ ছিনতাই, জড়িত কিশোর গ্যাং

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ১২:৪৮ পিএম

এক সপ্তাহে কুমিল্লা নগরীতে ২০ ছিনতাই, জড়িত কিশোর গ্যাং

ছবি- সংগৃহীত

কুমিল্লা নগরীতে ছিনতাই ও অপরাধ প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত এক সপ্তাহে ২০টিরও বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যা নগরবাসীর মধ্যে ক্ষোভ ও শঙ্কা তৈরি করেছে। এসব ঘটনার পেছনে স্থানীয় কিশোর গ্যাংয়ের জড়িত থাকার অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল নজরদারি এবং বেশিরভাগ সিসি ক্যামেরা বিকল থাকায় এমন ঘটনা ঘটছে বলে স্থানীয়রা মনে করছেন।

কুমিল্লা নগরীতে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারীরা। গত এক সপ্তাহে ২০টিরও বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ভুক্তভোগীদের কাছ থেকে মোবাইল, গহনা ও নগদ অর্থ লুট করার পাশাপাশি তাদের শারীরিকভাবে জখমও করা হয়েছে। স্থানীয়রা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, এসব অপরাধের পেছনে কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িত।

নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা রিকশা, অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের টার্গেট করছে। ভোর, সকাল ও সন্ধ্যার পর নীরব সময়ে এসব ঘটনা বেশি ঘটছে। বিশেষ করে সার্কিট হাউজ, ঈদগাহ, ফৌজদারি মোড়, শিল্পকলা একাডেমি, টমছম ব্রিজ, অশোকতলা, রানিরবাজার-রামমালা সড়কসহ বেশ কিছু এলাকায় ছিনতাই বেড়েছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে, নগরীর বেশিরভাগ সিসি ক্যামেরা বিকল হয়ে আছে এবং পুলিশের নজরদারি দুর্বল। তবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, "ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতারে আমরা অভিযান জোরদার করেছি।" তিনি আরও জানান, নগরীর সিসি ক্যামেরাগুলো সংস্কার এবং নতুন করে ক্যামেরা স্থাপনের জন্য সিটি কর্পোরেশনকে অনুরোধ করা হয়েছে।