সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২
কুমিল্লা-১ আসনে নির্বাচন

কুমিল্লা-১ আসনে ড. মোশাররফ নির্ভার, সেলিম ভূঁইয়া বিপাকে...

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:৪৬ এএম

কুমিল্লা-১ আসনে ড. মোশাররফ নির্ভার, সেলিম ভূঁইয়া বিপাকে...

ছবি - সংগৃহীত

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা দিয়েছে। আসন পুনর্বিন্যাসের কারণে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের অনুসারীরা নির্ভার থাকলেও বিপাকে পড়েছেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া।

মেঘনার বাসিন্দা হওয়ায় এবং ড. মোশাররফের মতো হেভিওয়েট নেতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কঠিন হওয়ায় তিনি আইনি লড়াইয়ের পথে হাঁটছেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন এই আসনে অত্যন্ত জনপ্রিয় এবং বারবার নির্বাচিত হয়েছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, তার মনোনয়ন নিয়ে কোনো সংশয় নেই এবং তারা বিশ্বাস করেন তিনি বিপুল ভোটে জয়ী হবেন।

দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভূঁইয়া বলেন, "ড. খন্দকার মোশাররফ হোসেন এই অঞ্চলে বিএনপির বীজ বপন করেছেন এবং তার মনোনয়ন নিয়ে আমরা চিন্তিত নই।

" কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়াও একই কথা বলেন।

আসন পুনর্বিন্যাসের ফলে কুমিল্লা-১ আসনে মেঘনাকে যুক্ত করা হয়েছে। এতে মেঘনার বাসিন্দা সেলিম ভূঁইয়ার জন্য রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে।

যে আসনে ড. মোশাররফের মতো একজন জ্যেষ্ঠ নেতা রয়েছেন, সেখানে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। এই কারণেই তিনি মেঘনাকে পূর্বের মতো কুমিল্লা-২ আসনে হোমনার সঙ্গে যুক্ত করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, "আসন পুনর্বিন্যাস করে মেঘনার মানুষকে বঞ্চিত করা হয়েছে। আমি আইনি লড়াইয়ের মাধ্যমে আসন পুনরুদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করব।"

আইনি লড়াইয়ে ব্যর্থ হলে সেলিম ভূঁইয়া কোন পথে হাঁটবেন, তা নিয়ে স্থানীয় রাজনীতিতে নানা গুঞ্জন চলছে। তিনি কি একই আসনে ড. মোশাররফের বিরুদ্ধে মনোনয়ন চাইবেন, নাকি পাশের কুমিল্লা-২ আসনে চেষ্টা করবেন? তবে হোমনায় বিএনপির একটি বড় অংশ তার বিরোধিতা করায় এই পথে হাঁটাও তার জন্য সহজ হবে না।