সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মোট ৭ জন গ্রেফতার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ১০:০৯ এএম

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মোট ৭ জন গ্রেফতার

ছবি- সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। এর আগে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে, যার ফলে মামলাটিতে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত এই দুজন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। এই ঘটনার মধ্য দিয়ে সাংবাদিক হত্যার বিচার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

 

 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও দুজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এই চাঞ্চল্যকর হত্যা মামলায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল সাতজনে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন শাহজালাল (২৫)। তাকে ময়মনসিংহ জেলার গফরগাঁও থেকে গ্রেফতার করা হয়। পুলিশ নিশ্চিত করেছে যে, শাহজালাল সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল।

এছাড়াও, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আরেক আসামি মো. ফয়সাল হাসান (২৩)-কে নগরীর চান্দনা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ফয়সাল পাবনা জেলার পাঁচবাড়িয়া এলাকার বাসিন্দা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র‍্যাব যৌথভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত আরও পাঁচজনকে গ্রেফতার করেছিল।