আগস্ট ১০, ২০২৫, ০৩:৪৩ পিএম
ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। এই সড়কটি ঠাকুরগাঁও সরকারি এতিমখানা, উপজেলা মডেল মসজিদ, বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেক্সটাইল কলেজ ও বিএম কলেজে যাওয়ার একমাত্র পথ। সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পানি জমে সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে।
আজ রবিবার (১০ আগস্ট) সকাল থেকে স্থানীয় বাসিন্দারা এই বেহাল সড়কের সংস্কারের দাবিতে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তারা সড়কের গর্তে ও পানি জমে থাকা জায়গাগুলোতে ধান গাছ রোপণ করে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম জানান, "প্রতিদিন এ পথে হাজার হাজার মানুষ চলাচল করে, কিন্তু সড়কের অবস্থা এতটাই খারাপ যে স্কুলের শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই কষ্ট পাচ্ছে। দুর্ঘটনাও ঘটছে নিয়মিত।" আরেক বাসিন্দা শারমিন আক্তার বলেন, "আমরা বহুবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছি, কিন্তু এখনো কোনো কাজ শুরু হয়নি। তাই বাধ্য হয়ে এই প্রতীকী প্রতিবাদ করেছি।"
বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান উল্লেখ করেন, "শিশুরা স্কুলে আসতে গিয়ে কাদায় পড়ে যায়, বৃষ্টির দিনে তো আরো ভোগান্তি বেড়ে যায়।"
স্থানীয়রা বলছেন, সড়কটি সংস্কার হলে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, এলাকার ব্যবসা-বাণিজ্যও উন্নত হবে। তারা দ্রুত সংস্কার কাজ শুরু করার জন্য জেলা প্রশাসক, সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কথা বলার জন্য ঠাকুরগাঁও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরদার শাহীনকে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।