মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ডাকাতির প্রস্তুতিকালে যশোর থেকে যুবদলের চার কর্মী গ্রেফতার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২, ২০২৫, ০৯:১০ এএম

ডাকাতির প্রস্তুতিকালে যশোর থেকে যুবদলের চার কর্মী গ্রেফতার

ছবি- সংগৃহীত

যশোরের মণিরামপুর পৌরশহরের গরুহাট মোড়ে অবস্থিত আবাসিক হোটেল 'রজনী নিবাসে' অভিযান চালিয়ে পুলিশ একটি খেলনা পিস্তল ও একটি ধারালো চাকুসহ যুবদলের চার কর্মীকে গ্রেফতার করেছে। গত শুক্রবার (১ আগস্ট) রাতে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১১টা থেকে শুরু হয়ে রাত একটায় এই অভিযান শেষ হয়। অভিযানের সময় হোটেল মালিক, যিনি একজন আওয়ামী লীগ নেতা গাউসুল মোস্তাকের ছেলে এবং মাদক বিক্রেতা হিসেবে পরিচিত ফয়সাল হুমায়ুন, তিনি কৌশলে পালিয়ে যান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। শুক্রবার বিকেলে তাদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃতরা হলেন- পৌরসভার গাংড়া এলাকার আলম খান, দুর্গাপুরের টুটুল, উপজেলার কদমবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম এবং খেদাপাড়ার আবু সিনহা।

মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন নিশ্চিত করেছেন যে গ্রেফতারকৃত চারজনই যুবদলের কর্মী। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, "ব্যক্তির দায় দল নেবে না।" তিনি আরও জানান, দলে থেকে কেউ অপকর্ম করলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকেও সহযোগিতা করা হবে।

শুক্রবার রাতে জেলা পুলিশের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে মনিরামপুর পৌর শহরের গরুর হাটখোলা মোড়ের রজনী নিবাস হোটেলের চতুর্থ তলার ৪০৮ নম্বর কক্ষে যশোর থেকে চুকনগরগামী মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতি করার পরামর্শ ও প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কক্ষের ভেতর থেকে আলম খান (৪৮), শামীমুর রহমান টুটুল (৪৩), সাইফুল ইসলাম (৫০) ও আবু সিনহাকে (৪৫) গ্রেফতার করে। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও ১টি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে পলাতক হোটেল পরিচালনাকারী হুমায়ুন ফয়সাল এবং আটক চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়েছে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খানও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।