শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

মেঘনায় সাংবাদিক বিভুরঞ্জনের লাশ, রহস্যের কিনারা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ০১:১৯ পিএম

মেঘনায় সাংবাদিক বিভুরঞ্জনের লাশ, রহস্যের কিনারা

ছবি- সংগৃহীত

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে তার ছেলে ঋত সরকার এবং ভাই চিররঞ্জন সরকার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে লাশটি শনাক্ত করেন। ৭২ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক 'আজকের পত্রিকা'র জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

গত বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর থেকে বিভুরঞ্জন সরকারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বলাকির চর এলাকার মেঘনা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয় নৌ পুলিশ। পরে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠান লাশের ছবি তুলে রমনা থানায় পাঠান। ছবির মিল দেখে পুলিশ বিভুরঞ্জনের পরিবারকে জানায়, এবং পরিবারের সদস্যরা ঢাকা থেকে মুন্সিগঞ্জ গিয়ে লাশ শনাক্ত করেন।

বিভুরঞ্জন সরকারের নিখোঁজ হওয়ার পর একটি অনলাইন সংবাদমাধ্যমে তার লেখা একটি 'খোলা চিঠি' প্রকাশিত হয়। চিঠিতে তিনি তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের নানা ঘটনা, বর্তমান রাজনৈতিক ও গণমাধ্যমের পরিস্থিতি, নিজের ও তার পরিবারের সদস্যদের অসুস্থতা, আর্থিক দৈন্য এবং তার ছেলে-মেয়ের চাকরি না পাওয়ার হতাশার কথা উল্লেখ করেছিলেন। চিঠিতে তিনি ফুটনোট দিয়ে লিখেছিলেন, 'জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন।' এই চিঠিটি তার মৃত্যুর সঙ্গে কোনোভাবে সম্পর্কিত কিনা, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।