আগস্ট ১১, ২০২৫, ০৭:৪৫ পিএম
সাম্প্রতিক সময়ে সাংবাদিকরা প্রায়শই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হুমকির মুখে পড়ছেন। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার মতো ঘটনা ঘটছে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। সম্প্রতি গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা সেই উদ্বেগকেই আরও বাড়িয়ে দিয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়েছেন সাংবাদিক সমাজ।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোমান আকন্দের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা। বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ।
তারা আরও বলেন, শুধু গাজীপুর নয়, এখন সারা দেশেই সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আখতারউজ্জামান, নুরুজ্জামান হীরা, উজ্জ্বল ভূঁইয়া, জাকিয়া হোসেন, হাফিজ উদ্দিন, মাহমুদুল হাসান, রেজায়ে রাব্বি রেজা, মরিয়ম আক্তার মারিয়াসহ আরও অনেকে। বক্তারা সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।