সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন ও সমাবেশ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ০৯:৪৬ পিএম

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন ও সমাবেশ

ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি: গাজীপুরে 'প্রতিদিনের কাগজ' পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে ময়মনসিংহের ত্রিশাল উত্তাল হয়ে উঠেছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ত্রিশাল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। বক্তারা এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে তীব্র নিন্দা জানান এবং বলেন, এর মধ্য দিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতা আরও স্পষ্ট হয়েছে।

ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

সমাবেশে সাপ্তাহিক 'ত্রিশাল বার্তা' পত্রিকার সম্পাদক শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান নোমান, সাদিকুর রহমান কিরন আকন্দ এবং ত্রিশাল সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন যে, যদি এই হত্যার সুষ্ঠু বিচার না হয়, তবে ভবিষ্যতে সাংবাদিকদের ওপর হামলা ও ঝুঁকি আরও বাড়বে। তারা অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানান। প্রতিবাদ কর্মসূচি শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা দ্রুত সুবিচারের প্রত্যাশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।