সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

হবিগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে আবারও আগুন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৫, ০৬:২২ পিএম

হবিগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে আবারও আগুন

ছবি- সংগৃহীত

হবিগঞ্জের শাহজিবাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, যার ফলে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে বিদ্যুৎ বিভাগের দ্রুত পদক্ষেপে এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

 হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রটি প্রায়শই যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যায় পড়ে। গত ৩১ জুলাই এই কেন্দ্রেই যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যা দুই দিনের প্রচেষ্টায় মেরামত করে নতুন যন্ত্রপাতি লাগিয়ে সচল করা হয়। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও আগুন লাগার ঘটনাটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


 সোমবার দুপুর ১২টা ৩৭ মিনিটে শাহজিবাজার পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের টিআর টু ব্রেকার ও সিটিতে হঠাৎ আগুন লাগে। উপসহকারী প্রকৌশলী রাসেল খান চৌধুরী জানান, হঠাৎ করে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ২০ মিনিটের মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়।

এই অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও, দ্রুততার সঙ্গে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়। দুপুর ২টা ১৫ মিনিটের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় এবং এর এক থেকে দেড় ঘণ্টার মধ্যে হবিগঞ্জ জেলার সর্বত্র বিদ্যুৎ ফিরে আসে।

: রাসেল খান চৌধুরী জানান, সোমবারের আগুনে একটি ব্রেকার ও একটি সিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর ফলে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের দীর্ঘমেয়াদী সমস্যা হয়নি। উল্লেখ্য, এর আগের দিন, অর্থাৎ রোববার, বিদ্যুৎ বিভাগ ঘোষণা দিয়েছিল যে সোমবার সকালে শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জরুরি মেরামতের কাজ করা হবে, যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এরই মধ্যে দুপুরে এই অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড ঘটে।