সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৮:৩৪ পিএম
দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নম্বর প্রকাশ করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান এই তালিকা প্রকাশ করেন।
প্রার্থীর সংখ্যা ও পদ:
-
কেন্দ্রীয় সংসদ: মোট ৩০৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
-
অন্যান্য পদ: বিভিন্ন পদে প্রার্থীদের সংখ্যা নিম্নরূপ:
-
ক্রীড়া ও খেলাধুলা: ৮ জন
-
সহকারী সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা: ৬ জন
-
সম্পাদক, সংস্কৃতি বিষয়ক: ১০ জন
-
সহকারী সম্পাদক, সংস্কৃতি বিষয়ক: ৯ জন
-
সম্পাদক, মহিলা বিষয়ক: ৬ জন
-
সহকারী সম্পাদক, মহিলা বিষয়ক: ৮ জন
-
সম্পাদক, তথ্য ও গবেষণা: ১৩ জন
-
সহকারী সম্পাদক, তথ্য ও গবেষণা: ৮ জন
-
সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা: ১০ জন
-
সহকারী সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা: ৯ জন
-
সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি: ৯ জন
-
সহকারী সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি: ৮ জন
-
সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক: ৬ জন
-
সহকারী সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক: ৮ জন
-
সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ: ১২ জন
-
সহকারী সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ: ১৬ জন
-
নির্বাহী সদস্য (৪টি পদ): ৫৫ জন
-
সিনেটের ছাত্র প্রতিনিধি: ৫৮ জন
-
প্যানেল ও ব্যালট নম্বর:
-
ছাত্রদল প্যানেল:
-
ভিপি: শেখ নূর উদ্দীন আবীর (ব্যালট নম্বর ০৫)
-
জিএস: নাফিউল ইসলাম জীবন (ব্যালট নম্বর ০৭)
-
এজিএস: জাহিন বিশ্বাস এষা (ব্যালট নম্বর ০৫)
-
-
ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’:
-
ভিপি: মোস্তাকুর রহমান জাহিদ (ব্যালট নম্বর ০৪)
-
জিএস: ফাহিম রেজা (ব্যালট নম্বর ১০)
-
এজিএস: এস এম সালমান সাব্বির (ব্যালট নম্বর ১৫)
-
-
অন্যান্য:
-
একমাত্র নারী ভিপি প্রার্থী তাসিন খান পেয়েছেন ৭ নম্বর ব্যালট।
-
ভিপি প্রার্থী মেহেদী সজীব ১৫, মেহেদী মারুফ ১১ এবং ফুয়াদ রাতুল ৬ নম্বর ব্যালট পেয়েছেন।
-
জিএস প্রার্থী সালাউদ্দিন আম্মার ৯ নম্বর ব্যালট পেয়েছেন।
-
এজিএস প্রার্থী মাহাইর ইসলাম ১২ এবং আকিল বিন তালেব ১৪ নম্বর ব্যালট পেয়েছেন।
-
প্রচারণা শুরু: ব্যালট নম্বর ঘোষণার পর বিভিন্ন প্যানেল ও প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ছাত্রদল তাদের প্রচারণা শুরু করেছে সোহরাওয়ার্দী হল থেকে, আর শিবির শুরু করেছে ক্যাম্পাস থেকে।