আগস্ট ৩, ২০২৫, ১০:২৬ পিএম
ছাত্রবন্ধন সোসাইটি-এর আয়োজনে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে উপজেলা পর্যায়ের সর্বশেষ ও চতুর্থ দিনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচিতে শহীদদের স্মরণে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলার সহকারী কমিশনার (ভূমি), নীলফামারী জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এবং জলঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদককে না বলার এবং মাদকমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানানো হয়।