সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৬:৪৩ পিএম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ২০৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সময়সূচি: বিজ্ঞপ্তিতে সাধারণ, সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডার এবং শুধু কারিগরি বা পেশাগত ক্যাডারের ২০৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি উল্লেখ করা হয়েছে। এটি পিএসসির ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
মৌখিক পরীক্ষা: গত ৮ জুলাই থেকে ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। এটি তৃতীয় ধাপে ২০৮ জন প্রার্থীর সময়সূচি প্রকাশ। এর আগে দুই ধাপে এক হাজারেরও বেশি প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে।