বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

প্রথমবারের মতো ফোবানা মাতাতে কানাডা যাচ্ছেন জায়েদ খান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২০, ২০২৫, ১০:০৭ এএম

প্রথমবারের মতো ফোবানা মাতাতে কানাডা যাচ্ছেন জায়েদ খান

সংগৃহীত

দীর্ঘ সময় ধরে নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। এবার তিনি প্রথমবারের মতো কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিতব্য ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলনে মঞ্চ মাতাতে যাচ্ছেন। আগামী ২৯-৩১ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া উত্তর আমেরিকার সবচেয়ে বড় এই বাংলাদেশি সাংস্কৃতিক উৎসবে পারফর্ম করবেন তিনি।

অনুষ্ঠানটি নিয়ে জায়েদ খান তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “ফোবানা সম্মেলন একটি বড় আয়োজন। এটা খুবই প্রেস্টিজিয়াস একটি অনুষ্ঠান। আমি সম্মানিতবোধ করছি যে, প্রথমবারের মতো আগামী ৩১ আগস্ট আমি এখানে পারফর্ম করতে পারব। সেদিন আরও অনেক নামকরা শিল্পী আমার সঙ্গে পারফর্ম করবেন। আশা করি, অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে।”

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে জায়েদ খান সেখানকার বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’-এর টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ সঞ্চালনা করছেন। এছাড়া, তার অভিনীত ‘বাহাদুরী’ সিনেমাটি বর্তমানে দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে। শফিক হাসান পরিচালিত এই সিনেমাটিতে জায়েদ খানের বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা মৌ খান।

এদিকে, উত্তর আমেরিকার বাংলাদেশিদের সবচেয়ে বড় এই সংগঠনটির সম্মেলনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে জানা যায়। এই সম্মেলনে বাঙালি সংস্কৃতি, সংগীত আর চলচ্চিত্রের রঙ এক বর্ণিল আবেশে মিশে যাবে বলে আশা করা হচ্ছে।