বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

ছোট্ট মেয়েকে রেখে অভিনয়ে ফিরছেন দীপিকা

বিনোদন ডেস্ক

আগস্ট ২০, ২০২৫, ১০:২৩ এএম

ছোট্ট মেয়েকে রেখে অভিনয়ে ফিরছেন দীপিকা

ছবি- সংগৃহীত

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন গত বছর ৮ সেপ্টেম্বর কন্যা দুয়ার জন্মের পর থেকেই মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। এ সময় তিনি তার সন্তানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন এবং কোনো ন্যানির সাহায্য ছাড়াই মেয়ের যত্ন নিতে চেয়েছিলেন। প্রায় এক বছর পর অবশেষে কাজে ফেরার সিদ্ধান্ত নিলেন এই জনপ্রিয় অভিনেত্রী, যা তার ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীপিকা এবার দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলির একটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এই সিনেমার প্রাথমিক নাম রাখা হয়েছে ‘এএ২২এক্সএ৬’। চমকপ্রদ বিষয় হলো, এই ছবিতে তার বিপরীতে থাকছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।

এর আগে গুঞ্জন ছিল, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমায় দীপিকা অভিনয় করবেন। তবে কাজের সময়সীমা নিয়ে মতানৈক্যের কারণে সেই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান তিনি। শোনা যায়, তিনি আট ঘণ্টার বেশি কাজ করবেন না বলে শর্ত দিয়েছিলেন, যা পরিচালক মেনে নিতে রাজি হননি। এরপর থেকেই বলিপাড়ায় তার কাজের বিরতি নিয়ে নানা আলোচনা চলছিল।

তবে এবার দীপিকার নতুন সিনেমার শুটিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানা গেছে, চলতি বছরের নভেম্বর থেকে তিনি শুটিংয়ে যোগ দেবেন এবং টানা ১০০ দিন শুটিং করবেন। এই ছবিতে অ্যাকশন ও লড়াইয়ের দৃশ্যেও দেখা যাবে তাকে। দীপিকা ও আল্লু অর্জুন ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুর।

সব মিলিয়ে, ছোট্ট দুয়াকে ঘরে রেখে কাজে ফেরার দীপিকার এই সিদ্ধান্ত বলিউড ও দক্ষিণী দুই ইন্ডাস্ট্রিতেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা অধীর আগ্রহে এই নতুন জুটিকে বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন।