শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

মাদকবিরোধী প্রচারে কটাক্ষের শিকার আলিয়া ভাট

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ১০:৪৪ এএম

মাদকবিরোধী প্রচারে কটাক্ষের শিকার আলিয়া ভাট

ছবি- সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি একটি মাদকবিরোধী প্রচারমূলক ভিডিওতে অংশ নিয়ে নেটিজেনদের তীব্র কটাক্ষের শিকার হয়েছেন। ভারতের চণ্ডীগড় বিভাগের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর জন্য নির্মিত এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে নিয়ে ট্রোলিং শুরু হয়েছে।

ভিডিওতে আলিয়া বলেন, "মাদকাসক্তি কীভাবে আমাদের জীবন, সমাজ ও জাতির জন্য হুমকি হয়ে উঠছে, আজ আমি তা নিয়ে কথা বলতে চাই।" তিনি সকলকে মাদকবিরোধী এই অভিযানে এনসিবিকে সমর্থন করার এবং 'জীবনকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন' স্লোগানটি গ্রহণ করার আহ্বান জানান।

তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা আলিয়াকে তীব্রভাবে আক্রমণ করে। অনেকে প্রশ্ন তোলেন, জনসমক্ষে মাদক নিয়ে বলার আগে আলিয়া নিজে যাদের সঙ্গে মেলামেশা করেন, তাদের বলেছেন কি না। এই ট্রোলিং এতটাই বেড়ে যায় যে, ভিডিওটির মন্তব্য করার অপশন বন্ধ করে দিতে হয়। যদিও তাতেও নেটিজেনদের থামানো যায়নি। তারা 'কোট-টুইট' অপশনের মাধ্যমে ভিডিওটিকে 'বিদ্রূপাত্মক' এবং 'মজার' বলে ব্যঙ্গ করতে থাকে।

অনেকেই মনে করেন, আলিয়া ভাটের উপস্থিতির কারণে ভিডিওটি বিতর্কের মুখে পড়েছে। কারণ, বলিউড এবং মাদক ইস্যু নিয়ে অতীতের বিতর্ক এখনও মানুষের স্মৃতিতে তাজা। এর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে মাদকের ব্যবহার নিয়ে বড় ধরনের বিতর্ক হয়েছিল। সেই সময় বলিউডের একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। এই প্রেক্ষাপটে আলিয়ার মতো একজন অভিনেত্রীর মাদকবিরোধী প্রচারে অংশ নেওয়াকে অনেকে ভণ্ডামি হিসেবে দেখছেন।