আগস্ট ২৩, ২০২৫, ০৪:১৩ পিএম
ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান তার নতুন সিনেমা 'প্রিন্স : ওয়ানস আপন এ টাইম ইন ঢাকা'র পোস্টার উন্মোচন করে দর্শকদের মাঝে নতুন করে আগ্রহ তৈরি করেছেন। নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিতব্য এই সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। গত শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় শাকিব খানসহ সিনেমার কলাকুশলীরা একযোগে পোস্টারটি শেয়ার করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
পোস্টারে দেখা যায়, অন্ধকার এবং লালচে আবহের মাঝে দাঁড়িয়ে আছেন একজন যুবক, যার দুই হাতে দুটি পিস্তল। তার আশেপাশে ঢাকার বিভিন্ন এলাকার নাম যেমন: বাড্ডা, উত্তরা, গাবতলী ও মোহাম্মাদপুর লেখা রয়েছে। পোস্টারটি শেয়ার করে শাকিব খান লিখেছেন, "ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের— শহর চিনবে তার আসল নায়ককে।" এতে সিনেমার অ্যাকশন, রোমান্স ও ক্রাইম থ্রিলার ঘরানার ইঙ্গিত দেওয়া হয়েছে।
'প্রিন্স' সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং আগামী নভেম্বর থেকে এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। এতে শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকবেন, তবে তাদের নাম এখনো চূড়ান্ত হয়নি। শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজিত এই সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, যিনি মোহাম্মদ নাজিম উদ্দিনের সঙ্গে চিত্রনাট্যও তৈরি করেছেন। ২০২৬ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।