বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

মিমি চক্রবর্তীর সাহসী লুক, আসছে ‘রক্তবীজ ২’

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ০৬:৫৯ পিএম

মিমি চক্রবর্তীর সাহসী লুক, আসছে ‘রক্তবীজ ২’

ছবি- সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী তার সাহসী ও আবেদনময়ী নতুন লুক দিয়ে আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি তার একটি বিকিনি পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা তার আসন্ন সিনেমা 'রক্তবীজ ২'-এর একটি অংশ বলে জানা গেছে। এই ছবিটি প্রকাশের পর নেটিজেনরা তাকে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির 'বিকিনি লুক'-এর সঙ্গেও তুলনা করছেন।

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'রক্তবীজ ২' সিনেমায় মিমি 'সংযুক্তা মিত্র' চরিত্রে অভিনয় করছেন। এই সিনেমায় তাকে দাপুটে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। তবে সিনেমার স্বপ্নদৃশ্যে তিনি বিকিনি পরে হাজির হয়েছেন, যা দর্শকদের মধ্যে ভিন্ন আগ্রহ তৈরি করেছে।

চলতি বছরই ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং শুরু হতে পারে, যেখানে মিমি 'ডোনা গাঙ্গুলী'র চরিত্রে অভিনয় করবেন। বিক্রম মোতওয়ানে এই সিনেমাটি পরিচালনা করছেন। এছাড়া, শোনা যাচ্ছে যে মিমি পরিচালক সুজিত সরকারের সঙ্গেও কাজ করতে চলেছেন। সুজিত সরকার একটি গহনা প্রস্তুতকারী সংস্থার জন্য পূজার একটি বিজ্ঞাপন পরিচালনা করবেন, যেখানে মিমি মডেল হিসেবে থাকছেন।