বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুললেন তামান্না, যা বললেন বিজয় ভার্মা প্রসঙ্গে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ০৮:০৬ পিএম

সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুললেন তামান্না, যা বললেন বিজয় ভার্মা প্রসঙ্গে

ছবি- সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বলিউড অভিনেতা বিজয় ভার্মার প্রেম নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। ‘লাস্ট স্টোরিজ-২’ সিনেমার সেটে শুরু হওয়া তাদের এই সম্পর্ক হঠাৎ করেই ভেঙে যায়। এবার এই বিচ্ছেদ এবং সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তামান্না, যা বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, টানা দুই বছর সম্পর্কে থাকার পর তামান্না ভাটিয়া সম্পর্কটিকে পরবর্তী ধাপে নিয়ে যেতে চেয়েছিলেন, অর্থাৎ বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু এতে রাজি ছিলেন না বিজয় ভার্মা। এটিই তাদের বিচ্ছেদের মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে তামান্না নিজে কোনো কথা বলেননি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি তার জীবনের পুরুষদের নিয়ে কথা বলেছেন।

তামান্না ভাটিয়া বলেন, “আমি আমার জীবনে অসাধারণ কিছু পুরুষকে পেয়েছি। এই পুরুষদের থেকে আমি নানাভাবে সমর্থন পেয়েছি। অবশ্যই নারীরা নিজে শক্তিশালী হন। কিন্তু সেটি তাদের নিজেদের বোঝার জন্য একটা আয়নার প্রয়োজন হয়। সেই আয়নার কাজ করেন পুরুষরা। ওরাই আপনাকে দেখাবে— আপনি কতটা শক্তিশালী। আমি এটাই বিশ্বাস করি।”

বিজয় ভার্মার সঙ্গে সম্পর্ক ভাঙার পর আপাতত একাকী রয়েছেন তামান্না। বিজয়ের আগেও তার কয়েকটি সম্পর্ক ছিল। তবে তিনি তার জীবনে আসা প্রত্যেক পুরুষকেই অসাধারণ বলে মনে করেন।

এদিকে, তামান্নার সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিজয় ভার্মার জীবনে নতুন করে এসেছেন আরেক অভিনেত্রী— ফাতিমা সানা শেখ। মজার বিষয় হলো, ফাতিমার সঙ্গে তামান্নারও সুসম্পর্ক রয়েছে। যদিও এ বিষয়ে কেউই এখনো মুখ খোলেননি।

এর আগের এক সাক্ষাৎকারে তামান্না যৌনতা প্রসঙ্গেও কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, “সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে আমরা লজ্জিত বোধ করি, কারণ আমাদের এভাবেই শেখানো হয়েছে।” তিনি মনে করেন, এটি জীবনেরই একটি স্বাভাবিক অংশ।