সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

দেশে করোনায় একজনের মৃত্যু, নতুন আক্রান্ত একজন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১, ২০২৫, ০৭:০৭ পিএম

দেশে করোনায় একজনের মৃত্যু, নতুন আক্রান্ত একজন

ছবি- সংগৃহীত

করোনাভাইরাস মহামারি দীর্ঘ সময় ধরে বিশ্বজুড়ে জনজীবনে প্রভাব বিস্তার করে আসছে। যদিও বিশ্বব্যাপী এর প্রকোপ অনেকাংশে কমে এসেছে, তবুও কিছু কিছু দেশে sporadic সংক্রমণ এবং মৃত্যুর ঘটনা ঘটছে। বাংলাদেশেও কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, মাঝেমধ্যে নতুন আক্রান্ত এবং মৃত্যুর খবর আসছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য উদ্বেগের কারণ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন এই পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও একজনের শরীরে ধরা পড়েছে ভাইরাসটি।




শুক্রবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ। তার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২ দশমিক ০৮ শতাংশ।

চলতি বছরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৭২০ জনের। মারা যাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১৪ জন নারী।