আগস্ট ৩১, ২০২৫, ১২:৫৪ পিএম
যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে এক নারীর একটি গাড়ির কাঁচ মুছে মালিকের কাছে ২০ পাউন্ড (প্রায় বাংলাদেশি ৩৩০০ টাকা) দাবি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনাটি নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভিডিওতে ওই নারীকে আন্তর্জাতিকভাবে ভারতীয় বংশোদ্ভূত হিসেবে শনাক্ত করার পর এই বিতর্ক আরও বেড়েছে।
ভিডিওতে দেখা যায়, ওই নারী গাড়ির মালিকের কাছে গিয়ে বলেন, “স্যার, ২০ পাউন্ড প্লিজ, আমি আপনার কাঁচ পরিষ্কার করেছি।” এতে বিস্মিত গাড়ির মালিক পাল্টা প্রশ্ন করলে নারী বলেন, “হ্যাঁ, আমি বলতে চাই এটি জীবনযাপনের খরচ।” তার এমন অদ্ভুত যুক্তি শুনে গাড়ির মালিক আরও হতভম্ব হয়ে পড়েন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “ওই আচরণে কেউ ভিক্ষা দেবে না, হাস্যকর।”
ভিডিওটির সত্যতা নিয়ে নানা বিতর্ক চলছে। অনেকে দাবি করেছেন, এটি সাজানো বা ‘ভুয়া’ ভিডিও, যা শুধু প্রচারের জন্য বানানো হয়েছে। একজন মন্তব্য করেছেন, একই নারী ও গাড়িচালককে আগেও অন্য ভিডিওতে একসঙ্গে দেখা গেছে, যেখানে তিনি সাইকেল থেকে পড়ে যাওয়ার ভান করেছিলেন।
আবার অনেকে মনে করছেন, ভিডিওটি সত্য এবং এটি বিদেশে বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের বাস্তব দুর্দশার প্রতিফলন। তাদের মতে, জীবিকা নির্বাহের জন্য এমন উদ্ভট পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন অনেকেই। তবে ভিডিওটি সত্য নাকি সাজানো—এ নিয়ে বিতর্ক এখনো চলছে।