বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

তিন দশকের সংঘাতের অবসান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ১০:৫০ এএম

তিন দশকের সংঘাতের অবসান

ছবি- সংগৃহীত

তিন দশকেরও বেশি সময় ধরে চলা আর্মেনিয়া-আজারবাইজান সংঘাতের অবসান ঘটিয়ে আজ (৮ আগস্ট) একটি ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হোয়াইট হাউসে এই চুক্তি হবে। বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' এক পোস্টে ট্রাম্প নিজেই এই খবর নিশ্চিত করেছেন।


মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের মধ্যকার কয়েক দশকের সংঘাতের অবসান ঘটবে। তিনি পোস্টে দুই দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে, এই চুক্তির ফলে আর্মেনিয়া নাগোরনো-কারাবাখ অঞ্চলের কিছু অংশের উপর আজারবাইজানের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবে এবং আজারবাইজানকে তার মূল ভূখণ্ডের সঙ্গে নাকচিভান শহরকে যুক্ত করতে একটি বিশেষ করিডোর দেবে। এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত নতুন চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানা গেছে।

 ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে বিবাদ শুরু হয়। এই অঞ্চলটি আজারবাইজানের অংশ হলেও জাতিগতভাবে আর্মেনীয় সংখ্যাগরিষ্ঠ হওয়ায় দীর্ঘকাল ধরে আর্মেনিয়া এর নিয়ন্ত্রণ দাবি করে আসছিল। গত তিন দশকে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে এই অঞ্চল নিয়ে। সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে আজারবাইজান কারাবাখে পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে।