আগস্ট ২৩, ২০২৫, ১০:৩৮ এএম
ইয়েমেন থেকে ছোড়া হুতিদের এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে প্রবেশ করলে শুক্রবার (২২ আগস্ট) তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েলি গণমাধ্যম শাফাক নিউজের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশেই ভেঙে যায়, তবে এর কিছু অংশ লড শহরের কাছে একটি আঙিনায় এসে পড়ে। প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা এটি সম্পূর্ণভাবে আটকাতে ব্যর্থ হয়। ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, সরাসরি কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে কিছু মানুষ আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে আহত হয়েছেন।
এর আগে একই দিনে, ইয়েমেন থেকে ছোড়া হুতিদের একটি ড্রোন আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে। গাজার সীমান্তবর্তী এলাকায় একাধিকবার সতর্ক সাইরেন বাজানো হয়।